Site icon suprovatsatkhira.com

বেনাপোলে প্যানেল মেয়রের কঙ্কাল খোঁজে খোড়াখুড়ি

বেনাপোল প্রতিনিধি: ছয় বছর ধরে নিখোঁজ বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র ও শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল আলম তুহিনের দেহ বা কঙ্কাল বাজার কমিটির অফিসের নিচে পুতে রাখা রয়েছে- এমন সন্দেহে সেখানে খোড়াখুড়ি করে ছয় ঘণ্টা খুঁেজও কোন আলামত মেলেনি।
আদালতের নির্দেশনা অনুযায়ী, বেনাপোল বাজার কমিটির অফিসে মঙ্গলবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত যশোরের ম্যাজিস্ট্রেট কাওছার হামিদ ও ঢাকা সিআইডির এএসপি উত্তম কুমারের নেতৃত্বে ৬ সদস্যর প্রতিনিধি দল টানা ৬ ঘণ্টা এই অভিযান চালায়।
সরেজমিনে দেখা গেছে, বাজার কমিটির কার্যালয়ের দক্ষিণ পার্শ্বে জানালার পাশ থেকে প্রায় উত্তর দিক পর্যন্ত ৭ ফুট খনন করা হয়। খননের গভীরতা প্রায় ৬ ফুট। দীর্ঘ সময় এ অভিযান চালালেও শেষ পর্যন্ত কোনো লাশের কঙ্কাল বা এ সংক্রান্ত কোন আলামত উদ্ধার হয়নি। এ সময় বেনাপোল বাজার কমিটির অফিসের সামনে নিখোঁজ তুহিনের স্ত্রীসহ হাজার হাজার উৎসুক জনতা ভীড় জমায়।
প্রাথমিকভাবে সবার ধারণা ছিল হয়তো নিখোঁজ তরিকুল আলম তুহিনের কঙ্কাল উদ্ধার হবে। বাজার কমিটির এই অফিসটি আগে ছাত্রলীগের (মেয়র পন্থী) অফিস ছিল। নিখোঁজ তুহিন ছিল এমপি গ্রুপের সমর্থক। তরিকুল আলম তুহিন ২০১৩ সালের ৭ মার্চ ঢাকার শেরে বাংলা নগরস্থ ন্যাম ভবনের সামনে থেকে নিখোঁজ হয়। কিন্তু এ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সিআইডির এক কর্মকর্তা বলেন, আমরা লাশের কঙ্কালের তথ্য পেয়েছি। সেই সূত্র ধরে আমরা চেষ্টা করছি কঙ্কাল উদ্ধারের। তবে এখনো কোনো কিছু পাওয়া যায়নি।
ম্যাজিস্ট্রেট কাওছার হামিদ বলেন, আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী তুহিনের কঙ্কাল খোঁজ করে কিছু পায়নি। দুপুর ২টা থেকে আমরা কার্যক্রম শুরু করে রাত ৮টা পর্যন্ত কোনো কিছু না পেয়ে আপাতত কার্যক্রম বন্ধ করেছি। পরবর্তীতে আদালতের নির্দেশনা পেলে সেই অনুযায়ী আমরা আবার কার্যক্রম শুরু করব। আপাতত তালা মেরে আমরা ঘরের চাবি বাজার কামিটির কাছে হন্তান্তর করছি। এ সময় প্রশাসনের সঙ্গে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version