Site icon suprovatsatkhira.com

বিভিন্ন স্থানে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ডেস্ক রিপোর্ট: বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
আতরজান মহিলা মহাবিদ্যালয়
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি, আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, ৭ মার্চ উদ্যাপন অনুষ্ঠানের আহবায়ক কলেজের সহকারী অধ্যাপক এম এম সিরাজুল ইসলাম। দিবসটি উপলক্ষ্যে রক্তদান কর্মসুচি, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের গল্প ছাত্রীদের উদ্দেশ্যে বলা হয়। এসময় ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ফারিয়া ইয়াসমিন, রেহানা খাতুন, ফারিয়া আক্তার লিমা। বক্তব্য পর্বের পর হিতৈষী রক্তদান সংস্থার আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সহযোগিতায় হিতৈষী রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক ডা. দিনেশ চন্দ্র বিশ্বাসের পরিচালনায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজওয়ানের তত্ত্ববধানে ফারিয়া আক্তার লিমা ফ্রি রক্ত দিয়ে রক্তদান কর্মসূচি শুরু করেন। রক্তের ব্যাগ সরবরাহ করে উপজেলা সমাজ সেবা অফিস। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ।

আশাশুনি স্বেচ্ছাসেবকলীগ
সমীর রায়, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৪টায় সদরের বাজার চান্নিতে অনুষ্ঠিত কর্মীসমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম সাহেব আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সহসভাপতি এডভোকেট সাইফুজ্জামান জিকো। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা শহর কমিটির সেক্রেটারি রফিকুল ইসলাম।
বিকাশ মন্ডলের উপস্থাপনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, প্রভাষ ঘোষ, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, সেক্রেটারি মনিরুজ্জামান বিপুল, ছাত্রনেতা মিজানুর রহমান মিজান প্রমুখ।


জেলা কৃষকলীগ
বাংলাদেশ কৃষকলীগ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাটিয়াস্থ সাতক্ষীরা জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার এবং সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্মের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে এ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, সাইরুদ্দীন আহম্মেদ, বেলাল সরদার, মেহেদী হাসান, ডা. হাফিজুর রহমান খান, বাবলুর রহমান, রেজাউল ইসলাম প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

যশোর জেলা আওয়ামী লীগ
যশোর প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে যশোরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের দড়াটানায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় শাহীন চাকলাদার বলেন, আমি কখনো দলের বিরুদ্ধে যাইনি। সর্বশেষ সংসদ নির্বাচনে ৬টি আসনে নৌকার মার্কার বিজয় উপহার দিয়েছি। আমি নিজে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের বর্ধিত সভা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছি। নিজ দায়িত্বে দলের প্রার্থীর পক্ষে কাজ করেছি। সব প্রার্থী জয়ী হয়েছে। আগামি ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনেও সদর আসনে নৌকার প্রার্থী জয়ী হবে। সেইভাবেই সংগঠন গড়েছি।

শাহীন চাকলাদার আরও বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মী। বঙ্গবন্ধু স্বস্তি ও শান্তির কথা বলেছেন। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষকে শান্তি ও স্বস্তি দিয়েছেন। জনগণ শেখ হাসিনার পাশে আছে। জনগণ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। আগামি ৪১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। উন্নয়নের অগ্রযাত্রায় দলীয় নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহুর আহমেদ, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, শহর আওয়ামী লীগের নেতা ইউসুফ সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।
দেবহাটায় ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা


দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ হল রুমে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করে উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা নাজমুন নাহার, কৃষি অফিসার জসিম উদ্দীন সহ উপজেলা কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, আব্দুল আজিজ, আলমগীর হোসেন, আবু তালেব প্রমুখ।


সখিপুর সরকারি কেবিএ, মহিলা কলেজ ও ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য, প্রেক্ষাপট ও উন্নয়ন অগ্রগতি তুলে ধরে সরকারি কেবিএ কলেজের আয়োজনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার ও অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান বিভাগের প্রধান আজহারুল ইসলাম, মনিরুজ্জামান মহসিন, আবু তালেব, গণিত বিভাগের আকরাম হোসেন, অর্থনীতি বিভাগের শহিদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নৃপেন্দ্র নাথ, বাংলা বিভাগের প্রধান দৌলাতুন্নেছা পারুল প্রমুখ।
অন্যদিকে সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ আব্দুর রহমান, আনিসুর রহমান বাপ্পী, নজরুল ইসলাম, আব্দুল অজিজ, সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর কবির, আবু হাসান প্রমুখ।


এদিকে ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার, সাংবাদিক, রেজাউল করিম, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
নওয়াবেঁকীতে এ.কাদের রক্তদান সংস্থার রক্তের গ্রুপ নির্ণয়


নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় এ. কাদের রক্তদান সংস্থার উদ্যোগে ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প উদ্বোধন করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এ.কাদের রক্তদান সংস্থার সভাপতি আবু সালেহ বাবু। উপস্থিত ছিলেন ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হজরত আলীসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সহকারি পরিচালক রুহুল আমিন, অম্বিকা বাউলিয়া, মামুন, রাজু, শামিম রেজা, মামুন হোসেন, মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সহ সভাপতি রিয়াজুল ইসলাম। সঞ্চালনা করেন সংস্থার পরিচালক মায়দুল ইসলাম ও সহকারি পরিচালক তারিকুল ইসলাম নিশান।
যবিপ্রবিতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ


যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ ও সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ওমর ফারুক, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউল আমিন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, এ্যাগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন, যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশীদ, প্রধান চিকিৎসা কর্মকর্তা দীপক কুমার ম-ল, গ্রন্থাগারিক আমিনুল হক, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান সোহাগ প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেবহাটা পুলিশের শ্রদ্ধা নিবেদন
এমএ মামুন, দেবহাটা সদর: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জানিয়েছে দেবহাটা থানা পুলিশ। বৃহষ্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় থানা ভবন চত্বরে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে পুলিশ সদস্যরা জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, এসআই মুনিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হেকমত আলী, লিটন কুমার বিশ^াস, সোহরাব হোসেন, এএসআই রশিদুল ইসলাম, দরবেশ ফকির, সোহেল উদ্দীনসহ পুলিশ সদস্যবৃন্দ।


শ্যামনগর আ’লীগের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু। বিশেষ অতিথি ছিলেন আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলাা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, শ্যামনগর উপজেলা যুবলীগের গোলাম মোস্তফা বাংলা, সাবেক যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী স.ম আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুস সবুর মোড়ল, যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক সাবেক ছাত্রনেতা ফয়সাল আহম্মেদ সুমন।
আশাশুনিতে মিছিল ও সমাবেশ


আশাশুনি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আশাশুনিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৪টায় জনতা ব্যাংক চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী এডভোকেট শহীদুল ইসলাম পিন্টুর পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর সুমন। ছাত্রনেতা জুয়েল রানার উপস্থাপনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, তাঁতীলীগের সভাপতি ডা. বদিউজ্জামান মন্টু, সেক্রেটারি রবিউল ইসলাম নবু, তরুণলীগের সভাপতি আক্তারুজ্জামান প্রিন্স, সেক্রেটারি রবিউল ইসলাম রবি, নাজমুল হাসান, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মহানন্দ মন্ডল, সেক্রেটারি আব্দুল্যাহ আল মামুন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান তাজ, সাবেক সভাপতি হুমায়ন কবীর রাসেল, বাস্তুহারা লীগের সভাপতি মোক্তার হোসেন টুটুল, সেক্রেটারি মিজানুর রহমান, ইজিবাইক সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সেক্রেটারি রবিউল ইসলাম টুটুল, মটরসাইকেল চালক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, জুলফিকার আলী, ভ্যান চালক সমিতির সহসভাপতি শহীদুল ইসলাম, সেক্রেটারি হাফিজুল মিলন হোসেন, হাফিজুল ইসলাম,ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজ ও কৃষকলীগের কর্মসূচি
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় রাখেন কলেজ গভর্নিং বোর্ডের সদস্য শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক হাবিবুর রহমান, প্রভাষক সরদার নূরুল ইসলাম, সহকারি অধ্যাপক সুব্রত কুমার দাশ, সহকারি অধ্যাপক ফকির আহমেদ শাহ, প্রভাষক আব্দুল গফফার, আনন্দ মোহন মন্ডল, লক্ষ্মী রাণী দাশ, শামীমা আক্তার প্রমুখ।

এদিকে পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের উদ্যেগে এতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় পাটকেলঘাটায় কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ময়নুল হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, পাটকেলঘাটা মুক্তিযোদ্ধা চেতনা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ, তালা উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আমিনুজ্জামান, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক সংকার দাশ, জেলা কৃষকলীগের অর্থ সম্পাদক প্রদ্যোৎ কুমার ঘোষ, কুমিরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাহবাজ আলী ও সদস্য সচিব নাজমুল আহছান মিঠু, সরুলিয়া ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, খলিষখালী ইউনিয়নের সভাপতি মাস্টার বিধান চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকি প্রমুখ।
কলারোয়ায় বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা


কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সোনাবাড়িয়া হাইস্কুল প্রথম স্থান অধিকার করেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা অফিসার্স ক্লাবে বিভিন্ন প্রাইমারি স্কুল, হাইস্কুল-মাদরাসা, কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ৩য় শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ এবং ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে ভাষন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফার উদ্দীন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শোভা রায়, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, হাবিবুর রহমান, শিক্ষক সুদর্শন হোড় প্রমুখ।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে সোনাবাড়িয়া হাইস্কুল, ‘খ’ গ্রুপে ভাদিয়ালী হাইস্কুল ও কলেজ পর্যায়ে ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version