Site icon suprovatsatkhira.com

বাঘারপাড়ায় নৌকার প্রতিদ্বন্দ্বী আনারস ও মোটরসাইকেল

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান আলী নৌকা, আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী যথাক্রমে জেলা আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজল আনারস ও রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমান দল থেকে বহিষ্কৃত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী দোয়াত কলম, ইসলামী ঐক্যজোটের মিজানুর রহমান মিনার ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আলী জিন্নাহ পেয়েছেন আম প্রতীক।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ বই, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস তালা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম নান্নু চশমা, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন লিটন মাইক, বাঘারপাড়া রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি মাজিদুল ইসলাম টিউবয়েল, ব্যবসায়ী গোলাম ছরোয়ার পালকি, রাকিব হাসান শাওন টিয়া পাখি, আবুল কালাম উড়োজাহাজ, পৌর আওয়ামী লীগ নেতা ফয়সাল আহমেদ মল্টিন বৈদ্যুতিক বাল্ব ও বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন পেয়েছেন আইসক্রিম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানা হাঁস, ওয়ার্কার্স পার্টির বিথীকা বিশ্বাস পদ্মফুল, শিরিনা শবনম কবির ফুটবল, শরিফা খাতুন কলম ও বর্তমান ভাইস চেয়ারম্যান দিলারা জামান তৃতীয়বারের মতো প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ১২২ জন। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version