Site icon suprovatsatkhira.com

বাগেরহাটে ২ খুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে একই দিনে দুই জন খুন হয়েছেন। এদের মধ্যে একজন গৃহবধূ নারজিনা বেগম ও অপর জন ব্যবসায়ী লোকমান মাঝি। নিহত নারজিনা বেগম সদর উপজেলার পূর্ব কাড়াপাড়া গ্রামের মোহম্মদ আলী শেখের স্ত্রী। নিহত লোকমান মাঝি বারইখালী গ্রামের মৃত আছমত আলী মাঝির ছেলে।
নিহত গৃহবধূর স্বামী মোহম্মদ আলী শেখ বলেন, ‘প্রতিবেশিদের সঙ্গে তার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জের ধরে প্রতিপক্ষ আমার স্ত্রীকে হত্যা করতে পারে।’
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ‘রবিবার রাতে নারজিনা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হওয়া পর থেকে নিখোঁজ ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন মোহাম্মদ আলীর বাড়ি থেকে তিন থেকে চারশ গজ দূরে আশিকুর রহমানের মাছের ঘেরের ডোবায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধারের পর মোহাম্মদ আলী তার স্ত্রীর লাশ বলে সনাক্ত করেন। ওই গৃহবধূর ঘাড়ে ও ডান বাহুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
মোরেলগঞ্জ থানার থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, লোকমান মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগ পেয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুলতান হাওলাদারের ছেলে ইউনুছকে (৪০) আটক করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version