Site icon suprovatsatkhira.com

বাগেরহাটে অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে ব্যাংক কর্মকর্তা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল তিনি সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক গোলক চন্দ্র বিশ্বাস তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাহফুজ সদর উপজেলার মুক্ষাইট গ্রামের শেখ আনিছুর রহমানের ছেলে। তিনি সোনালী ব্যাংকের বাগেরহাট শাখায় কর্মরত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২ আগস্ট থেকে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সোনালী ব্যাংকের বাগেরহাট শাখার ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা আত্মসাৎ করা হয়েছে, এমন অভিযোগে ২০১৫ সালের ১ অক্টোবর ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাদী হয়ে ব্যাংকের সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমানের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেন। ওই বছরের ২৪ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু করে।
প্রায় এক বছর তদন্ত শেষে দুদক ব্যাংকের মোট ৩ কোটি ৯৬ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ব্যাংকের সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমান ছাড়াও তৎকালীন ব্যবস্থাপক শেখ মুজিবর রহমান, জুনিয়র অফিসার (ক্যাশ) জাহাঙ্গীর হোসেন এবং ১২ জন গ্রাহক রয়েছেন। এর মধ্যে লায়লা নামে একজন গ্রাহক জেলাহাজতে আছেন। মামলার পর থেকে শেখ মাহফুজুর রহমান পলাতক ছিলেন। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version