Site icon suprovatsatkhira.com

প্রার্থীর পক্ষে ইউএনও’র প্রচারণার অভিযোগ

যশোর প্রতিনিধি: কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে চেয়ারম্যান পদের আরেক প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে মিজানুর রহমানকে সতর্ক করেছেন জেলা প্রশাসক আবদুল আওয়াল।
জানা গেছে, কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এইচএম আমির গত বুধবার যশোরের জেলা প্রশাসকের কাছে ইউএনও মিজানুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, মিজানুর রহমান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুল ইসলামের পক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন। ইউএনও ও তার স্ত্রী কয়েকদিন ধরে সরকারি গাড়ি ব্যবহার করে বিভিন্ন ইউনিয়নে গিয়ে ওই প্রার্থীর হয়ে ভোট চাইছেন। একই সঙ্গে ইউএনও আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালানোর জন্য চাপ দিচ্ছেন। এছাড়া তিনি সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কাজী রফিকুল ইসলামের পক্ষে কাজ করতে বলেছেন। তার কথামতো কাজ না করলে চাকরিচ্যুত করারও হুমকি দেয়া হচ্ছে।
এ ব্যাপারে অভিযোগকারী এইচএম আমির হোসেন বলেন, সরকারি গাড়ি ব্যবহার করে ইউএনও ও তার স্ত্রী কাজী রফিকুল ইসলামের পক্ষে বিভিন্ন স্থানে ভোট চাইছেন। তাই এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছি।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে যশোরের জেলা প্রশাসক আবদুল আওয়াল বলেন, আমি এরই মধ্যে ইউএনওকে সতর্ক করেছি। অভিযোগটি খতিয়ে দেখা হবে।
অভিযোগ ও সতর্ক করার বিষয়ে ইউএনও মিজানুর রহমানের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version