বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লী ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সুমাইয়া আফরিন অর্থরা ২০১৮ সালের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় ৫৪৭ নম্বর পেয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
সে ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাজীপুর গ্রামের মো. তরিকুল ইসলাম ও মোছা. জেলিনা আক্তার তিশির মেয়ে। তার পিতা পেশায় একজন ইজিবাইক চালক ও মা গৃহিনী। অর্থরা জানায়, সে ভবিষ্যতে বড় ডাক্তার হয়ে জনগণের সেবা করতে চায়। এজন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে।