পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত মেধাবী ছাত্র সাব্বির হোসেনের চিকিৎসা সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন শেখের আবেদনের প্রেক্ষিতে ও পাইকগাছার সন্তান দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ফসিহ উদ্দীন মাহতাবের প্রচেষ্টায় প্রধানমন্ত্রী এ অর্থ সহায়তা করেছেন।
এদিকে, রোববার বিকালে ভিলেজ পাইকগাছার মটরস্ট্যান্ড মোড়ে সাংবাদিক ফসিহ উদ্দীন মাহতাবের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শেখ আবুল কালাম আজাদ তার পরিবারবর্গের নিকট এই চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম সরদার।
আরও উপস্থিত ছিলেন সরদার আমিন উদ্দীন, কাজী তফসীর রহমান, হোসেন সরদার, হাফিজ সরদার, শাহাজান গাজী, গাজী বজলুর রহমান, গাজী শাহিনুর রহমান, প্রভাষক সরদার, যুবলীগ নেতা আইয়ুব আলী মিঠু, মামুনুর রশীদ, রেজাউল শেখ, রামকৃষ্ণ বাছাড়, মিন্টু মিস্ত্রী, শেখ আব্দুল ওহাব, পলাশ মন্ডল, তহমিনা আক্তার, সাব্বিরের পিতা মুনসুর সরদার ও মাতা আকলিমা বেগম।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সকাল ৮টার দিকে বাইসাইকেলযোগে প্রাইভেট পড়ে ভিলেজ পাইকগাছার বাড়িতে ফেরার পথে উপজেলা পশু সম্পদ হাসপাতাল সংলগ্ন প্রধান সড়কে পৌঁছালে ঢাকাগামি ঈগল পরিবহনে পিষ্ট হয় সাব্বির।
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রকে প্রধানমন্ত্রীর অনুদান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/