Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

পাইকগাছা: পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর সকাল সাড়ে ৮টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত, কুচকাওয়াজ, দুর্নীতি বিরোধী ডিসপ্লে, পোস্টার প্রদর্শন, শপথ বাক্য পাঠ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, ১১ টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান, বিকাল সাড়ে ৪টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌর একাদশের মধ্যে প্রীতি ফুটবল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, প্রাক্তন যুগ্ম-সচিব খলিলুর রহমান কাগুজী, ওসি এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) রহমত আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু।
উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা গাজী মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সুবোল চন্দ্র মন্ডল, আব্দুর রাজ্জাক মলঙ্গী, মেয়র পতœী ফাতেমা জাহাঙ্গীর, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আবুল হোসেন সেখ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, বিএনপি নেতা ডা. আব্দুল মজিদ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version