জিএম আব্দুস সালাম, পাইকগাছা: কোন সংঘাত ও সংঘর্ষ ছাড়াই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৫ম পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের গাজী মোহাম্মদ আলী উপজেলা চেয়ারম্যান, তালা প্রতীকের প্রার্থী শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ভাইস চেয়ারম্যান ও পদ্মফুল প্রতীকের প্রার্থী লিপিকা ঢালী মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও অতীতের যেকোন সময়ের চেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী উপজেলা চেয়ারম্যান, ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ নেতা শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিপিকা ঢালী পদ্মফুল প্রতীক নিয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পাইকগাছায় গাজী মোহাম্মদ চেয়ারম্যান, শিয়াবুদ্দীন ফিরোজ ভাইস চেয়ারম্যান ও লিপিকা ঢালী মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/