নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শিক্ষা ভাতা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সকাল ১০টায় সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে ও নবজীবনের অর্থায়নে ডিজঅ্যাডভানটেজ চিল্ড্রেন এডুকেশন সাপোর্ট উইথ ইনকাম জেনারেশন অ্যান্ড সেফ ওয়াটার প্রজেক্ট, ফেজ-২ এর আওতায় স্পন্সরশীপ প্রাপ্ত ৮৪জন শিক্ষার্থীর মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
এসডিএফের নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নবজীবনের নির্বাহী পরিচালক মো. তারেকুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নবজীবনের স্পন্সরশীপ ম্যানেজার মল্লিক মোস্তফা নাহিদ হাসান, প্রোগ্রাম ম্যানেজার আলমগীর হোসেন, দৈনিক দৃষ্টিপাতের নলতা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, নবজীবনের আশিকুর রহমান, রওনক সুলতানা, এসডিএফের এনামুল হক, হোসেন আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ।