মার্চ ২০, ২০১৯
তালায় প্রেমিকার পরিবারের হাতে নির্যাতনের শিকার প্রেমিক মৃত্যু শয্যায়
![]() সৌমেন মজুমদার, তালা: তালার খেশরা মেশারডাঙ্গা গ্রামের কলেজ ছাত্র জগদীশ বৈরাগী (২২) তার প্রেমিকার পরিবারের হাতে নির্যাতনের শিকার হয়ে এখন মৃত্যু শয্যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় তালা থানায় মামলা হয়েছে। 6,575,052 total views, 1,141 views today |
|
|
|