শাহারিয়ার হুসাইন, বাগআঁচড়া (যশোর): যশোরের ঝিকরগাছায় বোমা বিস্ফোরণ হয়েছে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। শুক্রবার (৮ মার্চ) রাত ৮ টায় ঝিকরগাছা উপজেলার নীল কুঠির ফ্যামেলি পার্কের পাশে এ বোমা বিস্ফোরণ হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী লিটন ড্রাইভার জানান, তার বাড়ি যশোরে। তিনি নির্বাসখোলা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে পার্কের সামনের চায়ের দোকান থেকে চা খেয়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ হ্যালমেট পরা অবস্থায় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে বোমা ছুড়লে তিনি পাশের একটি বাড়ির ভিতরে পালিয়ে যান। তারপর আর একটি বোমা নিক্ষেপ করেলে সেটি বিস্ফারণ ঘটেনি। বোমাটি ডালিম মনে করে তিনি পাশের বাড়ির এক মহিলার বাড়িতে নিয়ে রাখেন।
এ বিষয়ে জানতে চাইলে শিওরদাহ ফাঁড়ির আইসি সুরোজিত কুমার জানান, বোমা বিস্ফোরণের খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে যাই। সেখান থেকে আলামতসহ আর একটি তাজা বোমা উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যাই। তবে এ বিষয় এখনো কেউ কোন লিখিত অভিযোগ করেনি।
পার্কের মালিক মিলন মেম্বর বলেন, লিটন আমার ফুফাতো ভাই। ও আগে অনেক বেআইনী কাজে জড়িত ছিল। কিন্তু আমার অনুরোধে ও এখন ভাল হয়ে ড্রাইভারি করছে। কিন্তু ওকে মারার জন্যই হয়তো বোমা মেরেছে। তবে তিনি মির্জাপুর গ্রামের শাহাবুলকে সন্দেহ করেছেন। এখনো কোন মামলা করা হয়নি।
এ বিষয়ে নির্বাসখোলা ইউনিয়ন যুবলীগ নেতা শাহাবুলের জানতে চাইলে তিনি বলেন, গতবার এমন একটা মিথ্যা ঘটনায় আমাকে ১ মাস জেল খাটতে হয়েছে। বারবার মিথ্যা অভিযোগে আমরা হয়রানি হতে চাই না। আমি সরকার ও প্রশাসনের কাছে এই মিথ্যা অভিযোগ থেকে মুক্তি চাই। আমি একজন শিক্ষক কিন্তু মিলন মেম্বররা আমার সম্মানহানি করছে। আমি তাদের বিচার চাই।
ঝিকরগাছায় বোমা বিস্ফোরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/