Site icon suprovatsatkhira.com

ঝিকরগাছায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝিকরগাছা প্রতিনিধি: ঝিকরগাছার গুলবাগপুর গ্রামে খাদিজা বেগম (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১১ মার্চ) রাত ১০টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খাদিজা বেগম ওই গ্রামের নাবেদ আলীর স্ত্রী।
নিহতের মেয়ে রুপালি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে চাচা রজব আলী পঞ্চা, তার ছেলে মানিক, জামাই সামাউল লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোঠা দিয়ে বেধড়ক পেটাতে পেটাতে ঘর থেকে বারান্দায় নিয়ে আসে। এ সময় ঠেকাতে গেলে তাদেরকে মারপিট করে। মৃত ভেবে তারা ফেলে যায়। তাকে উদ্ধার করে ওই রাতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ঢাকায় রেফার করে। অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুরে পৌঁছুলে তার মৃত্যু হয়। পরে খাদিজার লাশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামসু বলেন, খাদিজা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আমি এ ঘটনা শুনেছি। আমার কোছে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version