Site icon suprovatsatkhira.com

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়ে তাক লাগিয়ে দিলেন নাজমা খানম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন দৌঁড়ে শেষ পর্যন্ত জয়ী হলেন মণিরামপুর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম। মণিরামপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন মনোনয়ন দৌঁড়ে এগিয়ে থাকার পরও দলের মনোনয়ন বোর্ড শেষ পর্যন্ত একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী নাজমা খানমকে মনোনয়ন দেয়ায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। পক্ষান্তরে মণিরামপুরের এককালের তুখোড় দুই ছাত্র নেতাকে বাদ দিয়ে নাজমা খানমকে মনোনয়ন দেওয়ায় মণিরামপুরের আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অনেকটা বিস্মিত হয়েছেন। তথাপিও দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে অনেক নেতা-কর্মীরা শ্রদ্ধা জানিয়ে মনোনয়নপ্রাপ্ত নাজমা খানমের পক্ষে বিবৃতি দিয়েছেন। আবার অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বটে, তবে তারা এই মুহূর্তে মুখ খুলছেন না।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই সরকারি দল আ’লীগের দলীয় প্রার্থী মনোনয়নের ব্যাপারে প্রায় মাসাধিক সময় ধরে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা দলের হাইকমান্ডের সাথে সাধ্যমত লবিং ও চেষ্টা-তদ্বীরে ব্যস্ত ছিলেন। স্থানীয় নেতা-কর্মীরা তাদের পছন্দের প্রার্থীর মনোনয়নের বিষয়ে এতোদিন দলের নীতিনির্ধারণী মনোনয়ন বোর্ডের দিকে চেয়ে ছিলেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মণিরামপুরে উপজেলা চেয়ারম্যান পদে নাজমা খানমের নাম তালিকায় চূড়ান্ত করা হয়। পরে রাতে দলটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মণিরামপুর উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে নাজমা খানমের নাম ঘোষণা করা হয়। শনিবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন নাজমা খানম। তিনি সাংবাদিকদের মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version