উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে কালিগঞ্জে সুপেয় খাওয়ার পানি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
মঙ্গলবার উপজেলার নলতা ইউনিয়নের সেহারা, খানজিয়া, সুইলপুর, ঘোড়াপোতা, নলতা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এই প্রতিশ্রতি ব্যক্ত করেন। এসময় তার সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাস্টার, আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের চাম্পাফুল ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ, সাধারণ সম্পাদক রবিন্দ্র, সহ-সভাপতি অমিতোষ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আল-মামুন সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরি, উপজেলা ছাত্র লীগের সাবেক ক্রীড়া সম্পাদক অনিক মেহেদেী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি