Site icon suprovatsatkhira.com

চাঁদা না দেওয়া ছাত্রলীগের সভাপতিকে মারপিট!

যশোর প্রতিনিধি: যশোরে সরকারি এমএম কলেজের ছাত্রাবাসের ক্যান্টিন থেকে মাসিক চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের হল শাখার সভাপতি রাশেদ পারভেজকে মারপিট করার অভিযোগ উঠেছে। বর্তমানে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হল থেকে শাহীর বাড়িতে তুলে নিয়ে রাশেদকে বেদম মারপিট করা হয় বলে অভিযোগ উঠেছে।
আহত রাশেদ পারভেজ জানান, ছাত্রলীগের যশোর জেলা শাখার সভাপতি রওশন ইকবাল শাহীর অনুসারীরা এমএম কলেজের পুরাতন হলের ক্যান্টিন থেকে প্রতিমাসে মোটা অংকের টাকা চাঁদা নিয়ে যায়। এবার টাকা নিতে আসলে বাধা দিলে রাশেদকে মারপিট করে শাহীর অনুসারী ছাত্রলীগ কর্মীরা। পরে তারা চাঁদা না দেওয়ার বিষয়টি জানালে শাহীর নির্দেশে বৃহস্পতিবার দুপুরে ১৫-২০ জন ছাত্রলীগ কর্মী এসে হল থেকে রাশেদকে বাড়িতে তুলে নিয়ে যায়। সেখানে নিয়ে বেদম মারপিট করা হয়। এসময় জ্ঞান হারিয়ে ফেললে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায়, জেলা ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর থেকে শহরের বিভিন্ন কোচিং সেন্টারসহ এমএম কলেজের সামনের বিভিন্ন দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করেন রওশন ইকবাল শাহী। কলেজটির শিক্ষার্থীদের থাকার জন্য গড়ে উঠা বিভিন্ন ছাত্রবাস থেকেও নিয়মিত চাঁদা আদায় করে শাহীর অনুসারীরা। এছাড়া এমএম কলেজ ক্যাম্পাস থেকে বেশ কয়েকবার একাধিক শিক্ষার্থীকে আসাদ হলে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শাহীর ‘টর্চার সেল’ হিসেবে পরিচিতি পাওয়া আসাদ হলে নিয়ে নির্যাতন করে পরে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়। তাদের কাছ থেকে আদায় করা হয় মোটা অংকের টাকা। এমন একটি ঘটনায় মাস ছয়েক আগে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছিলো।
অভিযুক্ত জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি অপূর্ব হাসান বলেন, এনিয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version