ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ পারফরমেন্স র্যাংকিং-এ শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় জেলার পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
শনিবার (২৩ মার্চ) সকালে এ উপলক্ষ্যে কলেজের অধ্যক্ষ এসএমএ দাউদের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে কলেজের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, রংপুর কলেজের অধ্যক্ষ সমরেশ কুমার মন্ডল, আটরা গিলাতলার ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, দৌলতপুর দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, কলেজ গভর্নিং বডির সদস্য সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, মোল্যা কওছার আলী, শেখ সামছুর রহমান, খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম, শিরোমণি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল আসলাম হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন।
উপস্থিত ছিলেন মোড়ল আনিসুর রহমান, মিনা নুরুজ্জামান, আবুল বাশার, প্রধান শিক্ষক মাস্টার মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস, প্রধান শিক্ষক শেখ আব্দুল হালিম, অধ্যাপক মেজবাহ উদ্দিন জুয়েল, মাস্টার শাহজাহান হাওলাদার, খানজাহান আলী থানার ওসি তদন্ত কবির হোসেন, শিরোমণি বাজার মসজিদের পেশ ইমাম আতাউর রহমান, আ’লীগ নেতা শেখ ইকবাল হোসেন, শ্রমিক নেতা সরদার আ. হামিদ, ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দিন, অনিশেষ মন্ডল, জেলা তাঁতীঁলীগ সভাপতি সুমন আহম্মেদ খান, দিশারী যুব পরিষদের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরক, তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, জাহিদ ইকবাল, আলেক শেখ প্রমুখ।
খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় জেলা পর্যায়ে দ্বিতীয়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/