Site icon suprovatsatkhira.com

খলিষখালীতে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর, প্রতিবাদে বিক্ষোভ

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: খলিষখালীতে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের অন্তত ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। এদিকে, নির্বাচনী কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, বুধবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে নৌকা প্রতীকের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত ইউনিয়ন সাধারণ সম্পাদক সমীর কুমার জানান, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষ সনৎ কুমারের পক্ষে নৌকার মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যালয়ে ফেরে। পরে নেতাকর্মীরা বাড়ি ফিরে গেলেও অফিসে ৮-১০ জন নেতাকর্মী ছিলাম। হঠাৎ এ হামলার ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এক সময়ের বিএনপি নেতা বর্তমানে আওয়ামী লীগের ৮নং নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুলতান সরদার ও তার সহযোগী কামরুল, সুজিত ও ফারদিন হাসান এহসান দীপসহ কয়েকজন এই হামলা করেছে। এতে ছয় নেতাকর্মী আহত হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় নৌকা প্রতীকের কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন, তালা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইখতিয়ার হোসেন, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান, যুবলীগ নেতা সাহিদুজ্জামান পাইলট, তালা উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিন্টু, আ’লীগ নেতা সোজায়েত সানা, খলিষখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আহত সমির কুমার দাসসহ স্থানীয় আ’লীগের নেতা-কর্মীরা।
এ সময় পুলিশ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘটে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version