কেশবপুর (যশোর) প্রতিনিধি: ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) খুলনা জেলার আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং পরিত্রাণের সহযোগিতায় কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা সভাকক্ষে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক অধিবেশন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার এনসিটিএফ কেশবপুর উপজেলা শাখার সভাপতি স্মৃতি রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কমিশনার (ভূমি) এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ডা. সৌমেন বিশ্ব, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা পুলোক শিকদার, উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, কেশবপুর থানার তদন্ত ওসি শাহাজান আহম্মেদ, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন, অ্যাড. মিলন মিত্র এবং সাংবাদিক মোতাহার হোসাইন।
কেশবপুর শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক অধিবেশন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/