Site icon suprovatsatkhira.com

কেশবপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের মজিদপুরে রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৪ তম জন্ম তিথি উপলক্ষ্যে বিশেষ পূজা, ভক্ত সমাবেশ, প্রসাদ বিতরণ ও ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) সেবাশ্রমের সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালীপদ পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের পশ্চিমবঙ্গের বেলুর মঠ ট্রাস্টি পরিচালনা পরিষদের স্বামী দিব্যানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের উত্তর প্রদেশের বারানসী রামকৃষ্ণ অদ্ভৈত আশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্বাতœানন্দজী মহারাজ ও যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, থানার অফিসার ইনচার্জ মো. শাহীন, তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান গাজী সাঈদ ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ কুমার সিংহ ও প্রভাষক কুন্তল বিশ্বাস।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version