Site icon suprovatsatkhira.com

কেন্দ্র দখলের চিন্তা করলে সে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে না: এসপি সাজ্জাদুর রহমান

ফাহাদ হোসেন: অসৎ উদ্দেশ্যে কেউ ভোট কেন্দ্রে গেলে সে জীবন নিয়ে ফিরতে পারবে না। সে যেন বাড়ি থেকে বিদায় নিয়ে আসে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এই হুশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেন, ভোট হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ।
পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, জেলার মোট ৫শ ৯৭টি কেন্দ্রের মধ্যে আমরা দুইটা ক্যাটাগরি করেছি। ৪শ ৪২৯টি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ১৬৮টি সাধারণ কেন্দ্র। এ দু’ভাগে ভাগ করে আমরা সিকিউরিটি প্লান সাজিয়েছি। সেখানে আমাদের ১ হাজার ৮৬৪ জন পুলিশ সদস্য তিন স্তরে নিরাপত্তা দেবে। এর বাইরে আনসার, বিজিবি এবং র‌্যাব দায়িত্বে থাকবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, প্রতি কেন্দ্রেই সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্বে থাকবে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এর বাইরে তিন থেকে ছয়টি কেন্দ্র নিয়ে আমাদের মোবাইল টিম থাকবে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স থাকবে, যারা কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে যে কোনো জায়গায় কোনকিছু ঘটলে তাৎক্ষণাৎ ব্যবস্থা নিতে এগিয়ে যাবে। তারা কমনিকেশনে ভালো হয় এরকম পয়েন্টে অবস্থান করবে। প্রতিটি উপজেলাতে দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব সদস্য নিয়োজিত থাকবে। এছাড়াও আনসার সদস্যরা সব সময় কেন্দ্রে থাকবে। পিসি, এপিসি, মহিলা, পুরুষ মিলে মোট আনসার সদস্য থাকবে ৭ হাজার ১শ ৬৪ জন।
ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার- সবাই মিলে যে যৌথ প্যাট্রলিং করছে- সেই পার্টি বৃহস্পতিবারই প্রতিটি উপজেলাতে পৌঁছে গেছে।
ভোট গ্রহণ করে ফেরার পথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়তি নিরাপত্তা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিরতি পথে আমাদের মেজর সিকিউরিটি নেওয়া থাকবে যা আমরা সংগত কারণে এখনি ডিসক্লোজ করতে চাই না।
কেন্দ্র দখলের ঘটনা ঘটলে পুলিশ কিভাবে নিয়ন্ত্রণে আনবে- এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, কেন্দ্র দখলের চিন্তা যদি কেউ করে, আমরা যদি সেটা জানি যে, এরকম প্লান কেউ করছে, এমনকি কারোর যদি বিশৃঙ্খলার প্লানও থাকে তাহলে সে জীবন নিয়ে ঘরে ফিরতে পারবে না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version