কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ২০ পিস ইয়াবাসহ কমল মন্ডল (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ভাড়াশিমলা গ্রামের দেবুরঞ্জন মন্ডলের ছেলে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপ-পরিদর্শক মনির হোসেন ও সহকারী উপ-পরিদর্শক হুমায়নের নেতৃত্বে পুলিশ ভাড়াশিমলা মোড়ে অভিযান চালিয়ে মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে কমল মন্ডলকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা পায় পুলিশ। এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার মামলা নম্বর- ১১, তারিখ: ১৬.০৩.১৯।