৪৮ বছর পরেও কি পেয়েছি স্বাধীনতা?
পাইনি! পাইনি স্বাধীনতা
আত্মচিৎকার দিয়ে বলতে হয়
আমরা পাইনি স্বাধীনতা।
এখনো বাতাসে ভাসে পোড়া আক্ষেপের গন্ধ,
আক্ষেপের আক্রশে বিদ্ধ হয় হৃদয়।
বাতাসে ভেসে বেড়ায় প্রতিহিংসার কালো ছায়া
এখনো শুনি স্বজন হারার আত্মচিৎকার।
এখনো শুনি নৃশংস, বর্বর চাষাড়ে
কিছু মানুষের কাছে বন্দী
আমার বোনের সম্মান।
এখনো শুনি আমার বোনের চোয়ালে,
নিষ্পাপ শরীরে,
মাতৃস্নেহ স্তনে,
নখরের রক্তাক্ত ছাপ।
এখনো রাস্তা ঘাটে প্রতিটি কদমে
নিঃশ্বাস ফেলে প্রসন্ন আতঙ্ক।
এখনো উন্মুক্ত কথা বলতে গেলে বুক
কাঁপে থরথর,
কণ্ঠে নামে ভয়ের অগ্রসর।
স্বাধীনতা রক্ষা কবজের হাতে বন্দী আমরা।
আমারা আজও পাইনি স্বাধীনতা
পাইনি বিজয়,
পাইনি মুক্তি,
পাইনি বাক স্বাধীনতার পঙক্তি।
আমারা এখনো স্বাধীনতা স্বাধীনতা বলে গলা ফাটাই
স্বাধীনতা কই আমার বুকের খাঁচায়।