যুদ্ধে এসেছি গো মা, দেশ শত্রু মুক্ত করবো বলে, ফিরবো তো শত্রুদের শেষ করে। যুদ্ধে এসেছি গো মা, বাংলাতে কথা বলবো বলে, ফিরবো তো ‘জয় বাংলা’ বুলি মুখে নিয়ে। যুদ্ধে এসেছি গো মা, অন্ধকার আলো আনবো বলে, ফরবো তো প্রদীপ শিখা হাতে নিয়ে। যুদ্ধে এসেছি গো মা, তোমার সম্মান বাঁচাবো বলে, ফিরবো তো সম্মান উঁচু করে। যুদ্ধে এসেছি গো মা, লাল সবুজের পতকা নিয়ে, ফিরবো তো বিজয় মুকুট মাথায় দিয়ে। যুদ্ধে এসেছি গো মা, হাজারো স্বপ্ন নিয়ে সাথে, ফিরবো তো স্বপ্নগুলো সত্যি করে। যুদ্ধে এসেছি গো মা, এক সাগর রক্ত নিয়ে অস্ত্র হাতে, ফিরবো তো জয় নিয়ে সাথে। যুদ্ধে এসেছি গো মা, এক বুক জ্বালা নিয়ে, ফিরবো তো দেশ স্বাধীন করেই। যুদ্ধে এসেছি গো মা, তোমার দোয়া সাথে নিয়ে, ফিরবে না হয় তোমার খোকা শহীদ হয়ে।
8,569,149 total views, 7,854 views today