Site icon suprovatsatkhira.com

কবিতা: তিক্তমধু সরবত

শান্তিপানে যেন রই বিশ্ববাসী সবে,
অশান্তি অনলে বিরত রই নয়নাভিরাম এ ভবে।
ফেরাতে যতো বিপদগামী সাম্যের গান গাই,
মাতা-পিতা, শিক্ষা গুরুর সহযোগিতা চাই।
পরস্পরকে উস্কে দিচ্ছে এ ধরাতে যারা,
বহুত্ববাদী এ সমাজে বিভেদ করছে তারা।
সহনশীলতা, সম্মানবোধ নিচ্ছে বুঝি বিদায়,
মিলছে কারণ চতুর্দিকে মূল্যবোধের অবক্ষয়।
দিকে দিকে যুব-তরুণ নিচ্ছে উগ্রতার আশ্রয়,
চরমপন্থাকে সঙ্গী করে হচ্ছে পরিণত মানব বোমায়।
নিচ্ছে বেছে তরুণ সমাজ তথ্যপ্রযুক্তি জগত,
ভালো-মন্দ আছে যেথা যেন তিক্ত মধু সরবত।
এ হেন সরবত তরুণ-তরুণী পান করেছে কতো!

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version