একটি সুখের স্পর্শ, একটি কথার মাধুর্য
বন্ধ করে হৃদয়ের, রক্তক্ষরণ-
যা সূদীর্ঘকাল, পোড়াচ্ছিল।।
একটি কবিতার ছন্দ,
দুষ্ট ঠোটের মিষ্টি হাসির, ঝলসানো এক সুগন্ধ
নিঃশেষ করে, সে যন্ত্রণা যে, জ্বালাচ্ছিলো।
একটি ফুলের মাধুরী,
পরাগে পরশিত, একমুঠো হাওয়ার ছোঁয়া
ধুয়ে দেয় সব, কালিমা যা, জমেছিলো।।
বারিত মরুচোখে,
একটিবার পড়ে যদি, প্রিয়ার ভালবাসার হাত
চুমিয়া যায়, দুটি আখিঁপাত,
যা নির্ঘুম ছিলো।
এমনি করে পৃথিবী
চলে, সকল প্রাণ নিয়ে, নিজের কক্ষতলে,
জন্মান্তরে. ফিউশন প্রক্রিয়ায়
যে চলছিলো।।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/