Site icon suprovatsatkhira.com

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ: জেলার ৩৮ কেন্দ্রে বসছে সাড়ে ১৯ হাজার শিক্ষার্থী

ফাহাদ হোসেন: সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাতক্ষীরার ১৯ হাজার ৭শ ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, এ বছর জেলা থেকে এইচএসসির ১৩ হাজার ৯শ ৩ জন, আলিমের ১ হাজার ৪শ ১৩ জন, বিএম শাখার ৪ হাজার ১শ ৭৮ জন ও এইচএসসি ভোকেশনালের ২ শ ২১ জন শিক্ষার্থীর এইসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে জেলার মোট ৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
সূত্র মতে, সাতক্ষীরা সদর উপজেলা থেকে এইচএসসিতে ৪ হাজার ২শ ৯৬ জন, আলিমের ১ হাজার ৪শ ১৩ জন, বিএম শাখার ৮শ ২৬ জন ও এইচএসসি ভোকেশনাল শাখার ২ শ ২১ জন পরীক্ষায় অংশ নেবে। সদর উপজেলায় মোট আটটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
তালা উপজেলা থেকে এইচএসসিতে ১ হাজার ৪শ ৭৭ জন, আলিমের ১শ ৮৮ জন ও বিএম শাখার ৯শ ২৭ জনসহ মোট ২ হাজার ৫শ ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তালায় মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
কলারোয় উপজেলা থেকে এইচএসসিতে ১ হাজার ৬শ ৭৫ জন, আলিমের ৯২ জন, বিএম শাখার ৮শ ৪৩ জনসহ মোট ২ হাজার ৬শ ১০ জন পরীক্ষা দেবে। কলারোয়ায় পাঁচটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
দেবহাটা উপজেলা থেকে এইচএসসিতে ৮শ ১৭ জন ও বিএম শাখার ৩শ ২৪ জনসহ মোট ১ হাজার ১শ ৪১ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এ উপজেলায় চারটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
আশাশুনি উপজেলা থেকে এইচএসসিতে ২ হাজার ২৩ জন, আলিমের ৩শ ১ জন, বিএম শাখার ১শ ৮১ জনসহ মোট ২ হাজার ৫শ ৫ জন পরীক্ষায় অংশ নেবে। আশাশুনিতে পাঁচটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
কালিগঞ্জ উপজেলায় এইচএসসিতে ১ হাজার ৬শ ৫৭ জন, আলিমের ১শ ৫১ জন, বিএম শাখার ৫শ ৩ জনসহ মোট ২ হাজার ৩শ ১১ জন পরীক্ষায় অংশ নেবে। এ উপজেলায় পাঁচটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
শ্যামনগর উপজেলা থেকে এইচএসসিতে ১ হাজার ৯শ ৫৮ জন, আলিমের ৩শ ৫৮জন, বিএম শাখার ৫শ ৭৮ জনসহ মোট ২ হাজার ৮শ ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। এ উপজেলায় চারটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
এদিকে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব নির্দেশনায় শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ ও পরীক্ষা কেন্দ্রে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার না করার কথা বলা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version