ন্যাশনাল ডেস্ক: পক্ষপাতের অভিযোগ ওঠায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটের দায়িত্ব হারালেন পাঁচটি থানার ওসি। পাঁচ ধাপের এই নির্বাচনে সোমবার দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোটগ্রহণ হবে।
তার একদিন আগে পুলিশের একজন ওসিকে প্রত্যাহার এবং চারজনকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান সাংবাদিকদের বলেন, অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি।
এছাড়া দিনাজপুরের বীরগঞ্জ, বগুড়ার শিবগঞ্জ, নওগাঁর মান্দা ও বান্দরবানের আলীকদম থানার ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তাদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ইসির যুগ্ম সচিব।
ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, দ্বিতীয় ধাপে ১৫ জেলার ১১৬ উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ধাপে উপজেলা নির্বাচনে পার্বত্য এলাকায় সেনা থাকছে। ভোটের কারণে পর্যটন এলাকাগুলোয় পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে।
এবার উপজেলার ভোট হচ্ছে পাঁচ ধাপে। এর মধ্যে প্রথম ধাপের ভোট শেষ হয়েছে ১০ মার্চ। নানা অনিয়মের কারণে সেদিন ২৮টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়; গ্রেপ্তার করা হয় অন্তত তিনজন ভোটগ্রহণ কর্মকর্তাকে। তারপরও প্রথম ধাপের ভোটগ্রহণকে ‘মোটামুটি শান্তিপূর্ণ’ বলেছে নির্বাচন কমিশন।
দলীয় প্রতীকে এই প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হলেও বিএনপিসহ বেশিরভাগ দলের বর্জনের কারণে প্রথম দফার ভোটে লড়াইয়ের আমেজ দেখা যায়নি। সেদিন ভোট পড়ে ৪৩ শতাংশ।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রথম ধাপে ২৮ জন বিনা ভোটে নির্বাচিত হন। দ্বিতীয় ধাপে নির্বাচিত হলেন ৪৮ জন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মার্চ তৃতীয় ধাপে, ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলাগুলোতে হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।
উপজেলা ভোট: ১ ওসি প্রত্যাহার, ৪ জনকে অব্যাহতি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/