Site icon suprovatsatkhira.com

উপজেলা পরিষদ নির্বাচন: যশোরের ৮ উপজেলার ৫টিতেই নতুন মুখ

যশোর/শার্শা প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে যশোরের ৮ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। সদর, কেশবপুর ও শার্শা উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যানরাই ফের মনোনয়ন পেয়েছেন। তবে বাকি পাঁচ উপজেলায় এসেছে নতুন মুখ।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে এই ঘোষণা দেয়া হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সদর উপজেলায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, কেশবপুর উপজেলায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএম আমির হোসেন। শার্শা থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মঞ্জু। অপর ৫ উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে নতুন প্রার্থী দেয়া হয়েছে। ঝিকরগাছায় নৌকা প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, মণিরামপুরে নৌকা প্রতীক পেয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা খানম। এছাড়া অভয়নগরে শাহ ফরিদ জাহাঙ্গীর, বাঘারপাড়ায় হাসান আলী এবং চৌগাছায় মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোট গ্রহণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version