ডেস্ক রিপোর্ট: টিউবওয়েল প্রতীক নিয়ে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুজন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তারুণ্যের অহংকার সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম মারুফ তানভীর হুসাইন সুজন নির্বাচনী প্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে এ গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। গণ সংযোগকালে তিনি বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমাকে নির্বাচিত করে সদর উপজেলা বাসীর উন্নয়নে কাজ করার সুযোগ দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শামসুর রহমান, জামান, সাগর, লিটন, সেলিম হোসেন, শাহাদাত হোসেন, শাকিল প্রমুখ।