মার্চ ১৫, ২০১৯
অগ্নিঝরা মার্চ : সুপ্ত আগুনে ফুঁসছিল গোটা বাংলা
ন্যাশনাল ডেস্ক: ১৬ মার্চ, ১৯৭১। সুপ্ত উত্তাল আগুনে ফুঁসছিল গোটা বাংলা। মুক্তিপাগল বাঙালি শুধু বঙ্গবন্ধুর মুখে চূড়ান্ত ডাকের অপেক্ষায়। সকাল পৌনে ১১টা হবে। ধানমন্ডির বাড়ি থেকে বঙ্গবন্ধুর গাড়ি বের হলো। শোক আর প্রতিবাদের প্রতীক কালো পতাকা উড়ছে, বঙ্গবন্ধুর ব্যবহৃত মাজদা গাড়ির ফ্ল্যাগস্ট্যান্ডে, আর উইন্ড স্ক্রীনে বাংলাদেশের প্রস্তাবিত পতাকা। 8,562,096 total views, 801 views today |
|
|
|