ফেব্রুয়ারি ১৩, ২০১৯
খুলনা বিভাগে গত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯২
খুলনা অফিস: খুলনায় ১২ ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩০ জন। এর মধ্যে সোমবার সকাল ১১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগরের চাকুন্দিয়ায় পিকনিকের বাস খাদে পড়ে মেঘলা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়। এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে খুলনার রূপসা সেতু বাইপাস সড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোপালগঞ্জের ছাত্র ও যুবলীগের ৫ নেতা নিহত হয়। সময়ের সঙ্গে সঙ্গে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা’র পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে খুলনা বিভাগের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৯২ জন। আহত হয়েছে কমপক্ষে ১০০৯ জন। নিহতের মধ্যে পথচারি ও মোটরসাইকেল আরোহির সংখ্যা বেশি। দুর্ঘটনার হার সবচেয়ে বেশি যশোর জেলায়। এর পরের সারিতে রয়েছে সাতক্ষীরা, খুলনা ও কুষ্টিয়া জেলা। খুলনা মহানগরীতে ছোটখাট দুর্ঘটনায় আহতের সংখ্যা সবচেয়ে বেশি। 8,581,417 total views, 9,187 views today |
|
|
|