Site icon suprovatsatkhira.com

১১তম আন্তর্জাতিক পোল্ট্রি শো উপলক্ষ্যে র‌্যালি ও সেমিনার

ডেস্ক রিপোর্ট: ‘সুস্থ সবল জাতি চাই, মুরগির ডিম ও মাংস খাই’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় ১১তম আন্তর্জাতিক পোল্ট্রি শো উপলক্ষ্যে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সংস্থাটির উদ্যোগে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে।
পরে প্রাণিসম্পদ অফিসে দেবহাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাষ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আফসার আলী।
এতে সমরেশ চন্দ্র দাশ বলেন, সুস্থ সবল থাকতে হলে ডিম ও মুরগীর মাংস খেতে হবে। জেলায় বর্তমানে প্রায় তিন হাজার পোল্ট্রি খামারী রয়েছে। যা থেকে জেলার খাদ্য চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী জেলাসমূহেও পাঠানো হয়। এছাড়া পোল্ট্রি মুরগী চাষ একটি লাভজনক ব্যবসা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version