Site icon suprovatsatkhira.com

১ম জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন: প্রথম দিনে জয় পেল কলারোয়া ও সাতক্ষীরা পৌরসভা

রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আশাশুনি উপজেলার মুখোমুখি হয় কলারোয়া উপজেলা দল। এতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে কলারোয়ার ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের বোলারদের উপর চাপ রেখে রান তুলতে থাকেন ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কলারোয়া উপজেলা। কলারোয়ার হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন রাহী। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে আশাশুনির ওপেনিং জুটি। তানভীরের ব্যাটে শুরুতেই ভালো রান করতে থাকে তারা। তবে তানভীর ও নাসির দ্রুত বিদায় নিলে বিপর্যয়ে পড়ে আশাশুনি। এরপর আর কোন ব্যাটসম্যান কলারোয়ার বিপক্ষে দাঁড়াতে পারেনি। ১৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রানে গুটিয়ে যায় আশাশুনি উপজেলা। ফলে ২৮ রানে জয় তুলে নেয় কলারোয়া উপজেলা। আশাশুনির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন তানভীর সজীব।
এদিকে, দিনের দ্বিতীয় খেলায় একই ভেন্যুতে দেবহাটা উপজেলার বিপক্ষে মাঠে নামে সাতক্ষীরা পৌরসভা। টসে জিতে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তুলতে থাকে সাতক্ষীরার পৌরসভার ব্যাটসম্যানরা। আশিক ও জাবিদের অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে সাতক্ষীরা পৌরসভা। সাতক্ষীর পৌরসভার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন আশিক। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে জাবিদের ব্যাট থেকে। ১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারে নি দেবহাটা উপজেলা। তবে শুরু ধাক্কা সামলে ধীরগতিতে রান যোগ করতে থাকে তারা। অপরদিকে উইকেট শিকার করতে থাকে সাতক্ষীরা পৌরসভার বোলাররা। ১৯ ওভারে ১৬৪ রানে অলআউট হয় দেবহাটা উপজেলা দল। ফলে ৩৪ রানে জয় পায় সাতক্ষীরা পৌরসভা। খেলায় আম্পায়ার ছিলেন সঞ্জীব ব্যানার্জী ও আসিব কবীর হিরন।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের, তৈয়ব হাসান বাবু, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জসি, কাজী কামরুজ্জামান, ইকবাল কবির খান বাপ্পি, আ.ম আখতারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন, ইদ্রিস আলী, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মির্জা মনিরুজ্জামান কাকন, বিসিবি কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু ও ইকরামুল ইসলাম লালু।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version