Site icon suprovatsatkhira.com

হিমু পরিবহণের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন হিমু পরিবহণের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে ক্যান্সার সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা সদর হাসপাতালের বিভিন্ন বিভাগে সেবা নিতে আসা রোগী ও সাধারণ মানুষকে ক্যান্সার সচেতনতায় এ লিফলেট বিতরণ করা হয়। ক্যান্সারের লক্ষণ, ক্যান্সার প্রতিরোধে খাদ্য, যা থেকে দূরে থাকতে হবে, ক্যান্সার রোগীর জ্ঞাতার্থে, ক্যান্সারের চিকিৎসারর ধাপ সম্বলিত লিফলেট সদর হাসপাতালের সামনে থেকে সাতক্ষীরা সরকারি কলেজ গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে চলাচলকরা পথচারীদের মাঝে বিতরণ করা হয়। হিমু পরিবহণের সমন্বয়ক শেখ শাকিল সিয়াম বলেন, লিফলেট বিতরণ করে আমাদের খুব ভাল লাগছে। সবাই খুব আগ্রহ সহকারে এটি পড়ছে। অনেকে পাশে থেকে কাজ করার

প্রতিশ্রুতিও দিচ্ছে।

আমাদের আশেপাশের মানুষের মধ্যে ক্যান্সার বিষয়ে ধারণা অনেক কম। মরণ ব্যাধি ক্যান্সারের হাত থেকে বাঁচতে সবার আগে সচেতনা প্রয়োজন। তাই মানুষের জাগাতে ২০১৭ সাল থেকে বিভিন্ন ভাবে সচেতনা তৈরির কাজ করে যাচ্ছি। হিমু পরিবহণের সদস্য হুমাইরা ফারজানা তন্বী বলেন, ক্যান্সার হলেই কেবল ক্যান্সারের বিরুদ্ধে লড়তে হবে বিষয়টি এমন নয়। আমরা চাইলে হওয়ার আগেই এই বিভীষিকার হাত থেকে দূরে থাকার সম্ভবনা বাড়াতে পারি। এমন ধারণা থেকে আজকের আমাদের এই লিফলেট বিতরণ। তাই আসুন নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। সকলে ক্যান্সার প্রতিরোধে এগিয়ে আসি। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, হিমু পরিবহণের সদস্য,শেখ আকিব উল্লাহ, রুকাইয়া সুলতানা, সুপ্তি রানী দাস, সাদমান সিয়াম, ফাহিমা হাসনাত ইমন, সুরাইয়া, নিশাত, নেহা, শান্তা, আকাশ, দিপু, মাছুদ, ইসরাইল, লিমা প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version