ফেব্রুয়ারি ৫, ২০১৯
স্কুল ড্রেস না পরায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক
বেনাপোল প্রতিনিধি: ইট ভাটার শ্রমিক গরীব পিতা মহিনুর রহমান। ছেলে মেহেদী হাসান সাগরকে (১৫) উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন নিয়ে ভর্তি করায় যশোরের শার্শা সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে। মেহেদী হাসান বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের বাসিন্দা ও ওই স্কুলের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। স্কুলের শিক্ষকরা তাকে স্কুল ড্রেস বানানোর কথা বলে সাত দিনের সময় বেধে দেন। অভাবের সংসার, তারপরও অনেক কষ্টে ছেলেকে স্কুল ড্রেসের জন্য একটি শার্ট বানিয়ে দেন। সাত দিনের দুই দিন যেতে না যেতেই সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে শুধুমাত্র স্কুল ড্রেসের শার্ট পরে স্কুলে যাওয়ার কারণে স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ক্লাস রুম থেকে ডেকে নিয়ে স্কুলের ল্যাব রুমের মধ্যে অমানবিক নির্যাতন করেন মেহেদী হাসানকে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন স্বজনেরা। এর আগেও অনেক ছাত্রকে এভাবে মারধরের অভিযোগ রয়েছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। 8,582,373 total views, 10,143 views today |
|
|
|