Site icon suprovatsatkhira.com

সখিপুরে বারী-১৫ সরিষার মাঠ দিবস

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়নের ঈদগাহ ব্লকে বারী-১৫ সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় ঈদগাহ বাজার সংলগ্ন বিলে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন উল্লাহ, স্থানীয় কৃষক নুর ইসলাম, সৈয়দ আলী, আয়ুব আলী প্রমুখ।
এ সময় স্থানীয় কৃষকদের মাঝে দেশীয় জাতের এবং বারী-১৫ জাতের সরিষার পার্থক্য তুলে ধরেন বক্তরা। যেখানে দেশীয় সরিষা বিঘা প্রতি ৩/৪ মন ফলন হয়। সেখানে বারি-১৫ জাতের শরিষা বিঘা প্রতি ৬/৭ মন ফলন হয়। কম খরচে বেশি উৎপাদন হওয়ায় কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version