Site icon suprovatsatkhira.com

‘সকল শ্রেণির মানুষকে একত্র করে শিল্পকলা’

dav

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সংস্কৃতি প্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিলটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলেই হবে না, এগুলো উপলব্ধি করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হতে হবে। সেই চেতনায় দেশকে পরিচালিত করতে হবে। সমাজের সকল শ্রেণির মানুষকে একত্র করে শিল্পকলা একাডেমি। নানা আয়োজনে মানুষকে মনোরঞ্জিত করে। আমরা কিছুদিন পরেই দশ দিনব্যাপী বই মেলা করতে যাচ্ছি। এই পুরো দশ দিন জুড়েই সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রাখবো। এছাড়া এ মাসেই আমরা পিঠা উৎসব করতে যাচ্ছি। সাতক্ষীরার মানুষ সংস্কৃতমনা, আমরা এই ঐতিহ্যকে ধরে রাখতে চাই।
পরে মান্নান হিরা রচিত ‘বউ’ নাটক মঞ্চস্থ হয়। এর আগে সন্ধ্যা থেকে বিভিন্ন প্রকার গান, নাচ, ছড়া, কবিতায় মুখরিত থাকে ছিল অনুষ্ঠানস্থল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version