Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক অধিবেশন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক শীর্ষক বড়দের সাথে শিশুদের এক ব্যতিক্রমধর্মী পাবলিক একাউন্টিবিলিটি সেশন অনুষ্ঠিত হয়েছে। বোরবার (২৪ ফেব্রুয়ারি) ন্যাশনাল চিলড্রেন’ টাস্কফোর্স (এনসিটিএফ) শ্যামনগর, সাতক্ষীরা জেলার আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং পরিত্রাণের সহযোগিতায় শ্যামনগর উপজেলা পরিষদ সভা কক্ষে এ অধিবেশন হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এনসিটিএফ, শ্যামনগর উপজেলার ২০ জন শিশু এবং উপজেলা প্রশাসন ও সুশিল সমাজের দায়িত্বপ্রাপ্ত ২০ অতিথি এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনসিটি এফ শ্যামনগর উপজেলার সভাপতি মিলন কুমার বাড়ই-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজ সেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এইচসিজিএসি প্রজক্টের সিনিয়র ম্যানেজার অপারেশনস্ ফারুক আলম খান, যুব সংগঠক শেখ ফারুক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মডারেটরের দায়িত্ব পালন করেন শামিম আহমেদ। এসময় শিশুরা শিশু নির্যাতন, যৌন নির্যাতন, শিশুদের মাদকে জড়িয়ে পড়া, বাল্য বিবাহ বন্ধ, শিশুশ্রম, সুন্দরবনের ডাকাত দ্বারা শিশু অপহরণ, শিশুপার্ক, শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন, স্বাস্থ্য সেবাসহ শ্যামনগর উপজেলার শিশুদের সার্বিক পরিস্থিতি তুলে ধরে অতিথিদের কাছে। এসময় শ্যামনগর উপজেলার স্ব-স্ব বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অতিথিবৃন্দ শিশুদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version