Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে পুলিশের উপর হামলার ঘটনা: হ্যান্ডক্যাপ উদ্ধার, ২ জনের রিমান্ড মঞ্জুর

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পুলিশের উপর হামলার ঘটনায় হ্যান্ডক্যাপ উদ্ধার করেছে এবং ২ জনের একদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১০ ই ফেব্রুয়ারি) রাত ১১টায় শ্যামনগরে দুই মাদকসেবীকে আটকের ঘটনায় পুলিশের উপরে হামলা চালিয়ে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় দুই মাদকসেবীকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এ সময় তিন পুলিশ গুরুতর জখম হয়। ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের বৈশখালি গ্রামে।
ছিনিয়ে নেওয়া মাদকসেবীরা হলো জয়াখালি গ্রামে খোড়া কামাল গাজীর ছেলে আব্দুল্লাহ (১৯) ও তারানিপুর গ্রামে আহাদ আলী গাজীর ছেলে সোহাগ (১৮)। এসময় খোয়া যাওয়া হ্যান্ডক্যপাপ দুটি পরিত্যক্ত অবস্থায় ভেটখালি ব্রিজ সংলগ্ন স্থান থেকে সোমবার উদ্ধার করে শ্যামনগর থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক কররে পুলিশ। আটককৃতরা হলো হরিনগর গ্রামের রহমান গাজীর ছেলে রেজাউল (৩০) ও জয়াখালি গ্রামে নুর আলী গাজীর ছেলে আবু হাসান (২৫)। আটকের পরে তাদের জেল হাজতে প্রেরণের পরে রিমান্ড আবেদন করলে উভয়কে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এবিষয়ে শ্যামনগর থানার সেকেন্ড অফিসার এস আই রাজ কিশোর পাল বলেন, বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে বৈশখালি গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে সামাজিক যাত্রাপালা চলাকালে দুই মাদকসেবীকে হাতেনাতে ধরে ফেলে শ্যামনগর থানা পুলিশ । তাদের কে থানায় আনার সময় সংঘবদ্ধ মাদকসেবী চক্র পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডক্যাপসহ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের তিন সদস্য মারাত্মক আহত হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version