Site icon suprovatsatkhira.com

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থগার দিবস পালন

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে শোভাযাত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয় এবং লাইব্রেরি ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিছুর রহমান, জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী ড. জাকির হোসেন, যবিপ্রবির রেজিস্টার প্রকৌশলী আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশীদ, পরিচালক (হিসাব) জাকির হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পরিতোষ কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি, উপ-গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ্বাস, সহকারি গ্রন্থাগারিক মেহেদী হাসান, জাহাঙ্গীর কবীর, ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের প্রভাষক পূজা বৈদ্য, সৈয়দা মাকসুদা ইয়াসমিন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version