Site icon suprovatsatkhira.com

যশোর উপশহরে ইজিবাইকের নকল ব্যাটারির জমজমাট ব্যবসা

যশোর প্রতিনিধি: যশোর উপশহরে ইজিবাইকের শো-রুমে নকল ও নিম্নমানের ব্যাটারির জমজমাট ব্যবসা চলছে।
নামি-দামি বিভিন্ন ব্র্যান্ডের নামে এই শো-রুমের মালিক দেদারছে বিক্রি করছেন এসব ব্যাটারি। নিম্নমানের ও নকল এই ব্যাটারি কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংশ্লিষ্ট। একাধিক সূত্রে জানা গেছে, উপশহর বিআরটিসি বাস ডিপোর সামনে মানসী সিনেমা হল এলাকায় ‘আনোয়ার এন্টারপ্রাইজ’ নামের এই শো-রুমে শত শত নিম্নমানের ব্যাটারি বিক্রি হচ্ছে। এ ব্যবসার মাধ্যমে শো-রুমটির মালিক আনোয়ার হোসেনের ভাগ্য খুললেও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা। সূত্রগুলো জানায়, নকল ও অতি নিম্নমানের এই ব্যাটারি আমদানি করা হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে। এসব ব্যাটারি অল্পদিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, চার্জও থাকছে না বেশিক্ষণ। স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন যাবত অর্থলোভী আনোয়ার হোসেন তার শো-রুমে নকল ও নিম্নমানের ব্যাটারি বিক্রি করছেন। তারা জানান, প্রথমে মিষ্টি কথা এবং পরে চাপ সৃষ্টি করে সহজ-সরল ক্রেতাদের চাপিয়ে দেয়া হচ্ছে এসব ব্যাটারি। তারা আরও জানান, নকল ব্যাটারি কিনে ক্ষতিগ্রস্ত লোকজন আনোয়ারের শো-রুমে এসে অভিযোগ করলেও কোন কাজ হচ্ছে না। বরং হুমকি-ধামকি এমনকি মারপিট করে তাদেরকে বিদায় করা হচ্ছে।
উল্লেখ্য, ইতিপূর্বে আনোয়ার হোসেনের শো-রুম থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যাটারি উদ্ধার করেন। পরে এগুলো জব্দ করে মোটা অংকের জরিমানা করা হয়। এ ঘটনার পরও আনোয়ার হোসেন বীরদর্পে নকল ও নিম্নমানের ব্যাটারির জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে আনোয়ার এন্টারপ্রাইজের এক কর্মচারী জানান, শুধু শো-রুমে নয় ভাড়া করা গোডাউনেও শত শত ব্যাটারি মজুত রাখা আছে। দরদাম ঠিক হলে ক্রেতাদের নিয়ে যাওয়া হয় গোডাউনে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version