Site icon suprovatsatkhira.com

যশোরে যুবক খুনে মামলা গ্রেফতার ৪

যশোর প্রতিনিধি: যশোর শহরতলির শেখহাটিতে আবদুল্লাহ আল মামুন নামে এক যুবককে হত্যার ঘটনায় নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত মামুনের মা বকুল বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। এদিকে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনছার উদ্দিন এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন ঘোপ এলাকার আবদুস সবুর খোকার ছেলে সুজন, শেখহাটি খাঁপাড়ার তাজু শেখের ছেলে তামিম রেজা, জামরুলতলা আদর্শপাড়ার ভাটার ভেতর জোড়া পুকুরপাড় এলাকার হারুন শেখের ছেলে সুমন ও বিএডিসি আবাসিক কোয়ার্টার এলাকার রেজাউল ইসলামের ছেলে ফয়সাল।
আনছার উদ্দিন জানান, শনিবার বিকালে বিরামপুর কালীতলা এলাকার দুলাল হোসেনের ছেলে বাপ্পা এক বান্ধবীকে নিয়ে শেখহাটি এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় সন্ত্রাসী সাগর, তার ভাই সুমন, ফয়সাল, ইমন, মঞ্জিল, ছোট সুজন, হৃদয়, খানজাহান, তামিম রেজাসহ ১০-১২ জন তাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। বাপ্পা ভাই সাজ্জাদকে সংবাদ দেয়। সাজ্জাদ, আবদুল্লাহ আল মামুন ও পুরাতন কসবা কাজীপাড়ার বজলু খলিফার ছেলে আরিফ সেখানে ছুটে গেলে উভয় পক্ষের মধ্যে বাগিবত-া হয়। একপর্যায়ে সাগর ও তার সঙ্গীরা ধারালো অস্ত্র দিয়ে মামুন ও আরিফকে এলোপাতাড়ি আঘাত করে। থামাতে গিয়ে সাগরের মাও আহত হন। হাসপাতালে নিলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version