Site icon suprovatsatkhira.com

যশোরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

যশোর প্রতিনিধি: যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় জাহাঙ্গীর আলম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যর তদন্ত কমিটি গঠন হয়েছে। তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটুর নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গভীররাতে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত জাহাঙ্গীর আলম ভুল চিকিৎসায় মারা যান বলে তার স্বজনরা অভিযোগ করেন। তিনি সদর উপজেলার খোলাডাঙ্গা হঠাৎপাড়া গ্রামের হাজী মফিজুল্লার ছেলে। এ ঘটনায় মৃতের জামাতা মিনারুল ইসলাম লাশের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে তত্ত্বাবধায়ক বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিয়ে ১ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজদ লিটু বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের এ কমিটি গঠন করেন। তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজদ লিটু জানান, তদন্তে যে দোষী হবেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version