ফেব্রুয়ারি ১১, ২০১৯
যশোরে এবার দুই মাস আগেই নেমে গেছে পানির স্তর: গভীর হতে পারে সংকট
যশোর প্রতিনিধি: বর্ষা মৌসুমে কাঙ্খিত বৃষ্টিপাত না হওয়ায় এ বছর ফেব্রুয়ারিতেই যশোরে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যাওয়ায় এরই মধ্যে অগভীর নলকূপগুলোয় পানি ওঠা বন্ধ হয়ে গেছে। ফলে আগামীতে যশোরে পানি সংকট তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। যশোর কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পানি পরীক্ষাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফজলে রাব্বি জানান, মূলত জানুয়ারিতে ভূগর্ভস্থ পানির স্তর নামতে শুরু করে। এপ্রিলে সর্বোচ্চ নেমে যায়। তবে এবার একটু আগেভাগেই, ডিসেম্বরে পানির স্তর নামতে শুরু করেছে। 8,607,955 total views, 15,834 views today |
|
|
|