Site icon suprovatsatkhira.com

মূদ্রণ ত্রুটি : যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা বাতিল

স্টাফ রিপোর্টার: প্রশ্নে মূদ্রণ ত্রুটি কারণে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ভুল ধরা পড়ে। তবে ভুল পরিলক্ষিত হওয়ার পরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের সমন্বয়ে আবারও আলাদা সেটে পরীক্ষা নেওয়া নির্দেশ দেওয়া হয়। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে পুরো বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে।
সাতক্ষীরা সরকারি স্কুলের ছাত্র তানভীর রহমান জানান, পরীক্ষা শুরু হওয়ার পরেই এই প্রশ্ন দেখে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে অভিযোগ করে।
আইসিটি পরীক্ষার প্রশ্নে দেখা যায়, ক, খ ও গ সেটের প্রশ্নে সঠিক থাকলেও ঘ সেটের প্রশ্নে আরেক পৃষ্ঠায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন রয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, আজকের এই আইসিটি পরীক্ষা বোর্ডের নির্দেশে আবার আলাদা প্রশ্নে নেওয়ার প্রচেষ্টা শুরু হলেও পরে বোর্ডের নির্দেশেই তা বাতিল করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version