ফেব্রুয়ারি ৯, ২০১৯
মণিরামপুরে বাইপাস সড়ক নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরবাসীর দীর্ঘদিনের দাবি ‘বাইপাস’ সড়ক নির্মাণ। যানজট নিরসনে মণিরামপুরবাসীর এ দাবি দ্রুতই পূরণ হতে যাচ্ছে। যশোর-৫ (মণিরামপুর) আসনের এমপি স্বপন ভট্টাচার্য্য এলজিআরডি প্রতিমন্ত্রী হওয়ার পর বাইপাস সড়ক নির্মাণে জোরালো ভূমিকা গ্রহণ করেন। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপরই মণিরামপুরে পদার্পণের আগেই তিনি বাইপাস সড়ক নির্মাণের সম্ভাব্য জায়গা নির্বাচনে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেন। ইতোমধ্যে বাইপাস সড়ক নির্মাণের সম্ভাব্য স্থান নির্ধারিত হয়েছে বলে প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে। তবে স্থান নির্ধারণ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 8,609,997 total views, 1,654 views today |
|
|
|