মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে জয় দাস (২২) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি আত্মহত্যা করেছেন। তিনি মণিরামপুর পৌর শহরের পোস্ট অফিস মোড়ে একটি মেসের কক্ষের আড়ায় গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন। রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সহকারি পুলিশ সুপার রাকিব হাসানসহ মণিরামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। এসময় ওই ঘর থেকে একটি চিরকুট ও লাশের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী মৃত জয় দাস খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরাজি গ্রামের শিবু দাসের ছেলে।
মেস মালিকেরে ছেলে মুসা জানান, চলতি মাসের প্রথম দিকে জয় দাস নামের ওই ছেলেটি তাদের একতা মেসের একটি কক্ষ ভাড়া নেয়। জয় দাসের কাকা শিমুল দাস জানান, জয় ডুমুরিয়া কলেজে স্নাতক ক্লাসের ছাত্র ছিলো। পাশাপাশি সম্প্রতি নেপসুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে তিনি চাকরি নেন।
সহকারি পুলিশ সুপার রাকিব হাসান জানান, উদ্ধারকৃত আবেগঘন ও হতাশার কথা দিয়ে লেখা চিরকুটটি পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমে প্রত্যাখিত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে যুবক জয় আত্মহত্যা করেছেন।
মণিরামপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির আত্মহত্যা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/