বেনাপোল প্রতিনিধি: খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী বিওপির ক্যাম্পের একটি টহল দল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ওষুধের চালান জব্দ করছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ১১টার সময় এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বারপোতা গ্রামস্থ মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১১ গাইটে থাকা ১৯০ পিস বিভিন্ন প্রকারের উন্নতমানের ভারতীয় শাড়ি, ৭০ হাজার পিস ডাইক্লোপার এম ট্যাবলেট এবং ৫ লক্ষ ৯০হাজার পিস চেনিকজেড ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মালামালের মূল্যমান প্রায় ৩০ লক্ষ টাকা।
খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/